রম্য রস
♦
♦
♦
~ঘটকের ঘটকালি~
<<<<<<>>>>>>>
নামটি আমার হুকুম আলী
ঘটক "
~ঘটকের ঘটকালি~
<<<<<<>>>>>>>
নামটি আমার হুকুম আলী
ঘটক "
ব্যাগের চিপার মধ্যে রাখি হাজার ছেলের
ফটক।
পথে পথে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে
ঘুরি "
বিয়ে সাদির জোড়া লাগাই জোয়ান থাক বা বুড়ি।
লম্বা ছেলে ফর্সা ছেলে আছে মোটা
বেটে "
ইচ্ছা মত করবে চয়েস ছবি দেখে
দেখে।
চিকুন চাকুন দেহের গঠন শরীর খানি
লম্বা "
দেখতে লাগে ছেলেটারে কারেন্টেরই
খাম্বা।
ফর্সা ছেলে কদম আলী দারুণ চুলের
কাটিং "
অলিগলি ঘুরে ঘুরে করে বেড়ায়
ডেটিং।
আরো আছে নাদুস নুদুস রুস্তম আলীর
বেটা "
অর্থকড়ি ভালই আছে একটু বেশী
মোটা।
আরো আছে তরমুজ আলী যাচ্ছে রসে
ফেটে "
দেখতে সুরত নেই কো জবাব একটু খানি
বেটে।
আরো আছে শান্ত ছেলে বর্ণ যে তার
কালো "
জমিজমা টাকা পঁয়সা আছে অনেক
ভাল।
আরো আছে নামী দামি ভদ্র ঘরের
পোলা "
স্বভাব যে তার অতি ভাল মাথা খানি
ছুলা।
আরো আছে ধনীর দুলাল লম্বা যে তার
ভুড়ি "
গোস্ত পোলাও খায় না সে তো খায় শুধু সে
মুড়ি।
আরো আছো সহজ সরল পাশের বাসার
হাফিজ "
কথাবার্তা কম বলে সে একটু খানি
মফিজ।
ফটকা ছেলে নামটি যে তার জমিরউদ্দিন
সরকার "
এবার বলেন আপু আপনার কেমন ছেলে
দরকার।
/
//
///
জিলানী
ডুয়েট,ক্যাম্পাস
ফটক।
পথে পথে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে
ঘুরি "
বিয়ে সাদির জোড়া লাগাই জোয়ান থাক বা বুড়ি।
লম্বা ছেলে ফর্সা ছেলে আছে মোটা
বেটে "
ইচ্ছা মত করবে চয়েস ছবি দেখে
দেখে।
চিকুন চাকুন দেহের গঠন শরীর খানি
লম্বা "
দেখতে লাগে ছেলেটারে কারেন্টেরই
খাম্বা।
ফর্সা ছেলে কদম আলী দারুণ চুলের
কাটিং "
অলিগলি ঘুরে ঘুরে করে বেড়ায়
ডেটিং।
আরো আছে নাদুস নুদুস রুস্তম আলীর
বেটা "
অর্থকড়ি ভালই আছে একটু বেশী
মোটা।
আরো আছে তরমুজ আলী যাচ্ছে রসে
ফেটে "
দেখতে সুরত নেই কো জবাব একটু খানি
বেটে।
আরো আছে শান্ত ছেলে বর্ণ যে তার
কালো "
জমিজমা টাকা পঁয়সা আছে অনেক
ভাল।
আরো আছে নামী দামি ভদ্র ঘরের
পোলা "
স্বভাব যে তার অতি ভাল মাথা খানি
ছুলা।
আরো আছে ধনীর দুলাল লম্বা যে তার
ভুড়ি "
গোস্ত পোলাও খায় না সে তো খায় শুধু সে
মুড়ি।
আরো আছো সহজ সরল পাশের বাসার
হাফিজ "
কথাবার্তা কম বলে সে একটু খানি
মফিজ।
ফটকা ছেলে নামটি যে তার জমিরউদ্দিন
সরকার "
এবার বলেন আপু আপনার কেমন ছেলে
দরকার।
/
//
///
জিলানী
ডুয়েট,ক্যাম্পাস


No comments:
Post a Comment
Thanks for comment stay with us.