বাংলা , ইংরেজি ফ্রি ডাউনলোডের অসংখ্য ওয়েব সাইট(List of website for downloading different types of ebooks) - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

Tuesday, September 19, 2017

বাংলা , ইংরেজি ফ্রি ডাউনলোডের অসংখ্য ওয়েব সাইট(List of website for downloading different types of ebooks)

ইংরেজী বই

লিব জেনঃ (http://libgen.io/)
এটাকে বলা যায় অনলাইনের আলেকজান্দ্রিয়া লাইব্রেরী। পাইরেটেড বইয়ের মহাসমারোহ, দুর্দান্ত এবং অভাবনীয় সব বই এখানে পাওয়া যায় যা কল্পনারও বাইরে।  রাহিয়ান হ্যাকাররা নিরলসভাবে আমাদের জ্ঞানসমুদ্রে পানি ঢেলে চলেছেন অকাতরে, তবে প্রায়ই তাদের দৌড়ের উপর থাকতে হয়।
বুক ডট অরগঃ (http://b-ok.org/)
আমার দেখা ইংরেজী বই ডাউনলোড করবার জন্য অন্যতম সেরা সাইট। লিব-জেনের মতই লে-আউট, সম্ভবত ওদেরই মিরর সাইট। দুর্দান্ত এবং অভাবনীয় সব বই এখানেও পাওয়া যায়, বিশেষত নন-ফিকশন এবং টেক্সট বই, এমনকি এনসাইক্লোপিডিয়া।
প্রজেক্ট গুটেনবার্গঃ (https://www.gutenberg.org/)
প্রায় হাজার পঞ্চাশেক বইয়ের এক বিশাল সমগ্র। সম্ভবত বৈধ ফ্রি-বইয়ের সবচেয়ে বড় কালেকশন এটি।
অনলাইন লাইব্রেরি অফ লিবার্টিঃ (http://oll.libertyfund.org/)
এখানে নন-ফিকশন, দর্শন, রাজনীতি আর ধর্মতত্ত্বের উপর দুর্দান্ত কিছু বইয়ের সংগ্রহ আছে।
ওপেন লাইব্রেরীঃ (https://openlibrary.org/)
এটি মূলত বইয়ের রিভিউ মহাসাগর, যেখানে প্রকাশিত হতে থাকা বইগুলোর একটি সংক্ষেপিত পরিচিতি তুলে ধরা হয়।


বাংলাঃ ফিকশন ও ননফিকশন

 

আমার বইঃ (www.amarboi.com)
প্রচুর বাংলা বই আছে এই সাইটে। যে কোন বাংলা বইয়ের জন্য বিশেষত ফিকশনের জন্য এর কালেকশন দুর্দান্ত। দুই বাংলার লেখকদের মূল বই এবং বিশ্বের বিভিন্ন লেখকদের অনুবাদসহ এক বিশাল সংগ্রহ রয়েছে এই সাইটে।
গ্রন্থ ডটকমঃ (www.grontho.com)
অনলাইনে বাংলা ফিকশনের স্বর্গ যদি আমার বই ধরা হয়, তাহলে গ্রন্থ হবে নন-ফিকশনের স্বর্গ। অসাধারণ সব বই এখানে বিনামূল্যে ডাউনলোড করা যায়। প্রবন্ধ থেকে শুরু করে ইতিহাস, অর্থনীতি , দর্শন , রাজনীতি , সংস্কৃতি , জীবনী , চলচ্চিত্র , সংস্কৃতি বিষয়ক মহাসমুদ্র ছাড়াও এখানকার ফিকশনের কালেকশনও দুর্দান্ত।  বাংলা ছাড়াও বিখ্যাত অনেক ইংরেজী বইও এখানে সহজলভ্য। উদ্যোক্তারা তাদের পরিচয়ে গেরিলা ওপেন অ্যাকসেস ম্যানিফেস্টো উল্ল্যেখ করেছেন, যেটাকে বই বা মেধাকে কর্পোরেট মোড়কে আবদ্ধ করবার বিরুদ্ধে এক বিপ্লবী প্রতিবাদই বলা চলে।
বাংলাবুক ডটঅর্গঃ  (http://banglabook.org/)

বাংলা ফিকশন আর লিটারেচারের আরও একটি চমৎকার সংগ্রহ এই সাইট।
ই বাংলা লাইব্রেরিঃ (http://ebanglalibrary.com)

সিম্পল লে-আউটের এই ওয়েবসাইটে মূলত সাহিত্যের উপর ফোকাসটা বেশি থাকলেও বেশ পুরাতন এবং দুষ্প্রাপ্য বই এখানে আছে। আর এখানে মূলত পশ্চিম বাংলার সাহিত্যিকদের বই বেশি, সম্ভবত সাইটটা চালানোও হয় ওপাশ থেকে।
ই বুক বিডিঃ (http://ebookbd.info)
মাঝারি মানের কালেকশন, তবে টেকি বইয়ের উপর ফোকাসটা বেশি এখানে।
শিশুকিশোর ডট অরগঃ (http://books.shishukishor.org/)
শিশু-কিশোরদের উপযোগী বেশকিছু বই, থ্রিলার, গোয়েন্দাকাহিনী এখানে ই-পাব ফরম্যাটে ডাউনলোড করা যায়।

চিরায়ত বাংলা সাহিত্য

 

বাংলা সাহিত্যের কিংবদন্তী লেখকদের সাহিত্যকর্ম অনলাইনে পাওয়া যাচ্ছে ফ্রিতেই, তবে এর সবগুলোই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ নামক প্রতিষ্ঠানের। ওয়েবসাইট ডিজাইনিং টা একটু খ্যাত-টাইপ হলেও কাজটা অসাধারণ এতে কোন সন্দেহ নেই। সেই আঙ্গিকে ডিজিটাল বাংলাদেশে আমাদের সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে ডেডিকেটেড কোন সাইট এখনও চোখে পড়েনি।
রবীন্দ্রনাথ ঠাকুরhttp://www.rabindra.rachanabali.nltr.org/node/1
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়http://www.sarat-rachanabali.nltr.org/
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়http://www.bankim.rachanabali.nltr.org/
স্বামী বিবেকানন্দhttp://www.baniorachana.nltr.org/
সুকুমার রায়ের গুপি গাইন বাঘা বাইনhttp://www.ggbb.nltr.org/


ধর্ম ও আইডিওলজিক্যাল বইপত্র

কালামুল্লাহ ডট কমঃ (http://www.kalamullah.com/books.html)
অত্যন্ত জনপ্রিয় সাইট যেখানে বিশ্বের বড় বড় মুসলিম স্কলারদের বই ইংরেজী ও আরবীতে ডাউনলোড করা যাবে।
বাংলা কিতাবঃ (http://www.banglakitab.com)
ইসলামী বইয়ের বেশ বড় কালেকশন আছে এখানে।
হিন্দু ধর্মীয় বইঃ (https://banglapustak.blogspot.com/2015/05/blog-post.html)
হিন্দু ধর্ম সংক্রান্ত বইপত্র অনলাইনে পাওয়াটা একটু মুশকিল বলে মনে হয়েছে আমার কাছে। তবে এই সাইটে প্রায় শ’দেড়েক বইয়ের সংগ্রহ রয়েছে।

পাঠাগার ডট কমঃ (http://www.pathagar.com/)
বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক মতবাদ (মূলত ইসলামী দৃষ্টিকোণ থেকে) সম্পর্কে দুর্দান্ত কিছু বইয়ের কালেকশন রয়েছে এখানে।
বাংলায় সোভিয়েত বইঃ (www.sovietbooksinbengali.com)
লিও তলস্তয়,  দস্তয়ভস্কি, ম্যাক্সিম গোর্কি আর নিকোলাই অস্ত্রভস্কি রুশ লেখকদের বইয়ের অনুবাদ আছে এই সাইটে, একই সাথে রুশ উপকথা বা কিশোর সাহিত্যের কালেকশনও ভালো। বইসংখ্যা সীমিত তবে সেগুলো ওজনে যথেষ্ট ভারী।

নবযুগ অনলাইন লাইব্রেরিঃ (https://nobojug.org/node/282)
এখানে মূলত মুক্তচিন্তা ও প্রগতিশীলতা বিষয়ক বেশ-কিছু বইয়ের সংগ্রহ রয়েছে।

Disclaimer: People should not consider an ebook/pdf book for study. Because electronic devices can divert attention and cause stains of eyes. Please collect a hard copy of this book from the publisher.

EduTech is not the owner of this book/materials, neither created nor scanned. We only provide links which have already been available on the internet. This copy is shared for the poor students who cannot buy books but deserve to learn.
PDF Book & Lecture

 Mechanical Engineering:


Electrical Engineering:



Non-Academic:



No comments:

Post a Comment

Thanks for comment stay with us.