নিষ্ক্রিয় গাস, ঊর্ধপাতিত যৌগ, ইলেক্ট্রন, প্রোটন ও নিউটন আবিষ্কারকের নাম মনে রাখার সহজ টেকনিক - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [মানবিক বিভাগ] by 10 Minute School

   HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [মানবিক বিভাগ]  🎓 HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [ মানবিক বিভাগ ] 🎓 মানবিক বিভাগের শ...

Wednesday, February 14, 2018

নিষ্ক্রিয় গাস, ঊর্ধপাতিত যৌগ, ইলেক্ট্রন, প্রোটন ও নিউটন আবিষ্কারকের নাম মনে রাখার সহজ টেকনিক

 নিষ্ক্রিয় গ্যাস-    He    Ne    Ar   Kr    Xe    Rn
                      হে      না     আর   করিম  যাবে   রমনায়  (Xe-জেনন)
ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সম্পন্ন উপাদানগুলোর নাম-
কনে                নিবে                      আগে
কর্পুর ন্যাপথালিন নিশাদল বেনজালডিহাইড আয়োডিন গন্ধক


ইলেকট্রন,প্রোটন,নিউট্রনের আবিষ্কারকের নাম মনে রাখার জন্য-
ইট            পরে                 নীচে
ইলেকট্রন থমসন প্রোটন রাদারফোর্ড নিউট্রন চ্যাডউইক

পলির বর্জন নীতি: একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।
১২৪মনে রাখলেই পলির বর্জন নীতি মনে রাখা যায়

১টি পরমাণুতে ২টি ইলেকট্রনের ৪টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।

2 comments:

Thanks for comment stay with us.