কবিতা স্নেহের প্রতিদান - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

Saturday, August 18, 2018

কবিতা স্নেহের প্রতিদান

~স্নেহের প্রতিদান~

জন্মের পরে যে মা তোমার রাখছে কত
আদরে "

স্নেহ মায়ায় আগলে রাখতো মমতারই
চাদরে।

একটু চোখের আড়াল হলেই করতে খোঁজাখুজি "

দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠতে
সোজাসুজি।

নিবিড় ভালবাসায় মায়ে দিতো মুখে
চুম "

রাত জেগেছে মায়ে আর তুমি পেড়েছো
ঘুম।

অবুঝ তুমি যখন তখন জুড়ে দিয়েছো
কান্না "

দৌড়ে এসে নিয়েছে কোলে ফেলে রেখেছে রান্না।

মায়ের আদর ভালবাসার চাওনি দিতে
ভাগ "

শৈশবেতে ভাইয়ে ভাইয়ে করছো কত
রাগ।

শিক্ষা দীক্ষায় আজকে তুমি অনেক বড়
http://go.pub2srv.com/afu.php?zoneid=1992692
কুলিন "

থাকো তুমি অট্রলিকায় মায়ের মুখটা
মলিন।

ভাল থাকো যে মা তোমার দোয়া করে
রোজ "

খেয়েছে কিনা সেই মায়ের নাও না তো আর খোঁজ।

আমার মা বলে তুমি করতে বেশী
দাবী "

আজকে কেন সেই মায়ের করছো
ভাগাভাগি।

যার কারনে দেখলে তুমি এই ভুবনের
আলো "

সে যে তোমার দুঃখিনি মা বাসো তারে
ভালো।

মাতৃগর্ভে থেকে মায়ের দিয়েছো পেটে
গুতা "

আজকে তুমি সেই মায়ের দাও যে ভাতের খোটা।

নিজের মুখের সামনে তুমি খুলে দেখো
আয়না "

এই ভুবনে কারো সাথে মার তুলনা
হয় না।

প্রতিদানটা ভুলে গেছি ধরি তোমার
পা "

জান্নাতেরই খসবু তুমি, তুমি আমার
মা।

( শৈশবে মায়ের আদর স্নেহ ভালবাসা নিয়ে টানাটানি করি আর বলি আমার  মা আমার মা আর যৌবনে এসে আমরা সেই মাকেই ভুলে যাই তিক্ত গলায় বলি তোর মা তোর মা, মা তো মাই তাকে ভাগ করা যায় না ' আসুন গর্ভধারিনী মাকে সবাই ভালবাসি)

/
//
///
 জিলানী
 ডুয়েট,ক্যাম্পাস

No comments:

Post a Comment

Thanks for comment stay with us.