মূল্যায়ন
- আমিনুল ইসলাম
নিউটনে কয় ওরে বাচা,
ফিজিক্স ছাড়া জীবন কাঁচা ,
ফিজিক্স পড়তে চল,
কাঁচা আপেল ঝুলছে গাছে
উপরে না পরবে নিচে?
চিন্তা করে বল!!
,
ডাল্টনে কয় এই ছেলেরা ,
রসায়নহীন জীবন ক্যারাব্যারা,
ঠাঁই পাবেনা ভবে,
তাইতো বলি শোনো ছেলে,
এইচ টু আর ও মিলে,
কেমন যৌগ হবে?
,
এরিস্টটলের মাথা ব্যাথা
তবুও সে বলছে কথা,
এই ছেলেরা শোন্
বায়োলজি তোর নিজের পড়া,
কি দিয়ে তোর দেহ গড়া,
কয়টা তাতে বোন্?
,
গণিত যদিও হালকা তিতা,
এটা ছাড়া জীবন বৃথা,
পিথাগোরাসের তরে,
লম্ব প্লাস ভূমি স্কয়ার ,
সমান সমান কি হবে আর?
বলনা চিন্তা করে!!
,
ড. মোহাম্মাদ শহীদুল্লাহ কয়,
বাংলাকে তুই করবেনা ভয়,
শিখবে নিজের গুনে,
"আমার গায়ে আছে শক্তি "
কোন্ কারকে কোন্ বিভক্তি?
বলনা বুঝে শুনে৷
,
গভীর রাতে ঘুমের ঘোরে,
স্বপ্ন দেখি বারে বারে,
শেক্সপিয়রের কল্
ইংরেজি তোর জীবন মরণ,
এই কথাটা রাখিস স্মরণ,
Tense কারে কয় বল্?
ফিজিক্স ছাড়া জীবন কাঁচা ,
ফিজিক্স পড়তে চল,
কাঁচা আপেল ঝুলছে গাছে
উপরে না পরবে নিচে?
চিন্তা করে বল!!
,
ডাল্টনে কয় এই ছেলেরা ,
রসায়নহীন জীবন ক্যারাব্যারা,
ঠাঁই পাবেনা ভবে,
তাইতো বলি শোনো ছেলে,
এইচ টু আর ও মিলে,
কেমন যৌগ হবে?
,
এরিস্টটলের মাথা ব্যাথা
তবুও সে বলছে কথা,
এই ছেলেরা শোন্
বায়োলজি তোর নিজের পড়া,
কি দিয়ে তোর দেহ গড়া,
কয়টা তাতে বোন্?
,
গণিত যদিও হালকা তিতা,
এটা ছাড়া জীবন বৃথা,
পিথাগোরাসের তরে,
লম্ব প্লাস ভূমি স্কয়ার ,
সমান সমান কি হবে আর?
বলনা চিন্তা করে!!
,
ড. মোহাম্মাদ শহীদুল্লাহ কয়,
বাংলাকে তুই করবেনা ভয়,
শিখবে নিজের গুনে,
"আমার গায়ে আছে শক্তি "
কোন্ কারকে কোন্ বিভক্তি?
বলনা বুঝে শুনে৷
,
গভীর রাতে ঘুমের ঘোরে,
স্বপ্ন দেখি বারে বারে,
শেক্সপিয়রের কল্
ইংরেজি তোর জীবন মরণ,
এই কথাটা রাখিস স্মরণ,
Tense কারে কয় বল্?
No comments:
Post a Comment
Thanks for comment stay with us.