ইমদাদুল হক মিলন এর কবিতা কেউ সুখে নেই - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

Monday, September 30, 2019

ইমদাদুল হক মিলন এর কবিতা কেউ সুখে নেই

   কেউ সুখে নেই

                      -ইমদাদুল হক মিলন



এমন কাউকে পায় নি আজও
   আছে সে যে সুখে।
তাই হয়তো আমিও নেই সুখে।

"সুখ  যে আজ  মিশে আছে...
চাহিদারই  সাথে.........
তাই তো নেই  আমরা কেউ সুখে.. ।

সুখি হতে হলে স্বপ্ন গুলোর
হতে  হবে শেষ।
তাই হয়তো নেই আমরা কেউ সুখে...।"

এমন কাউকে  পায় নি আজও ,
   আছে সে যে সুখে।
তাই হয়তো আমিও নেই সুখে।

"সকল স্বপ্ন গুলো,  হয়না কো সত্যি,
রয়ে যায় তাই চাওয়া পাওয়ার কমতি।
তাই হয়তো  তুমি আমি নেইতো সুখে... ।"

এমন কাউকে পায় নি আজও
   আছে সে যে সুখে।
তাই হয়তো আমিও নেই সুখে।

"দিন যায়  দিন আসে ,
স্বপ্ন গুলো  বুকে ভাসে ।
তবু চাহিদা গুলোর  হয় নাকো শেষ।
চাওয়া পাওয়ার হয় না তো শেষ....।"

এমন কাউকে পায় নি আজও
   আছে সে যে সুখে।
তাই হয়তো আমিও নেই সুখে।

"তোমার আমার স্বপ্ন গুলি,  হইতো যদি একই সুতোয়
মনের মাঝে স্বপ্ন গুলো ,হয়তো  দিত উকি।"

এমন কাউকে  পায় নি আজও
   আছে সে যে সুখে।
তাই হয়তো   আমিও নেই সুখে।

" কেউ হাসছে, কেউ কাদঁছে,
বাহ্যিক দেখে , কেউ ভাবছে
যে ভাবছে, সেও হাসছে বা কাঁদছে,
আসলে নয়তো আমরা কেউ সুখে.. ।

এমন কাউকে  পায় নি আজও
   আছে সে যে সুখে।
তাই হয়তো  আমিও নেই সুখে.. ।

"নিম্নবিত্ত ভাবছে, মধ্যবিত্ত হতে।
মধ্যবিত্ত ভাবছে, উচ্চবিত্ত হতে।
তাই,যাচ্ছে বেড়ে স্বপ্নগুলো
দিচ্ছে না ধরা  স্বপ্ন গুলো.. ।

এমন কাউকে পায় নি আজও,
   আছে সে যে সুখে।
তাই হয়তো  আমিও নয় সুখে...।

" আমি চাচ্ছি যাকে,
সে হয়তো চাচ্ছে, অন্য কাউকে।
তাই  আমরা কেউ নয় তো সুখে...।

এমন কাউকে পায় নি আজও
   আছে সে যে সুখে।
তাই হয়তো  আমিও নেই  সুখে.. ।

"হিন্দু,  মুসলিম ,  বদ্ধ , খ্রিস্টান
সবাই থাকতে চায় সুখে ।
কারও সুখে নয়তো
আমরা সুখি।
কারও দুঃখে নয়তো আমরা দুঃখী... ।

এমন কাউকে পায় নি আজও।
   আছে সে যে সুখে।
তাই হয়তো  আমিও নেই সুখে.. ।

" ভাই নেই  ভাইয়ের সুখে ,
বোন নেই   বোনের সুখে ।
শিক্ষক নেই  শিক্ষার্থীদের সুখে ,
শিক্ষার্থী নেই  শিক্ষকের সুখে ।
রাজা নেই  প্রজার সুখে ,
প্রজা নেই  রাজার সুখে।
তুমি নেই আমার সুখে ,
আমি নেই , তোমার সুখে.।
আসলে আমরা সবাই শোকে. ..। "

এমন কাউকে পায় নি আজও ,
   আছে  সে যে  সুখে... ।
তাই হয়তো  আমিও নেই  সুখে।
                         
                                         23/9/2019


লেখকঃ ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মিলন
টাম্পাকো ফয়েলস লিমিটেড কোম্পানি
টঙ্গী, গাজীপুর
হোম ডিস্ট্রিক্ট : ময়মনসিংহ ,মুক্তাগাছা
মোবাইল নাম্বারঃ০১৭৩২৯৮০৭২১



    

2 comments:

  1. অসাধারণ হয়েছে। আমরা চাই আপনি আপনার লেখা চালিয়ে যান। লেখা পড়ে আমরা সিখি হতে চাই।

    ReplyDelete

Thanks for comment stay with us.