মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh) [১ম পর্ব-অটোমোবাইল] - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [মানবিক বিভাগ] by 10 Minute School

   HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [মানবিক বিভাগ]  🎓 HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [ মানবিক বিভাগ ] 🎓 মানবিক বিভাগের শ...

Thursday, October 17, 2019

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh) [১ম পর্ব-অটোমোবাইল]

১ম পর্ব

অটোমোবাইল সেক্টর

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh) [১ম পর্ব অটোমোবাইল ]

মেকানিকাল বলতে শুরুর দিকে বুঝতাম শুধু গাড়ি। যদিও তেমন কিছুই বুঝতাম না। এই ফিল্ড নিয়ে জুনিয়রদের আগ্রহ সবচাইতে বেশি। এই লেখাটা লেখার আগ পর্যন্ত তেমন কিছুই জানতাম না এই সেক্টর নিয়ে। পরে জুয়েল দাদার সাথে কথা বললাম, নেট ঘাটলাম, জানলাম অনেক তথ্য এবং তার সারসংক্ষেপ লিখলাম।

 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh)


দক্ষিন এশিয়ার ৩য় বৃহত্তম অটোমোবাইল সেক্টর বাংলাদেশের। যেখানে প্রায় ৮০% গাড়ি জাপান থেকে আমদানি করা হয়।  দেশে বর্তমানে অনেকগুলি ছোটবড় এসেম্বল কোম্পানি আছে যারা কিনা Mitsubishi (জাপান) এবং Proton (Malaysia) কোম্পানির প্রাইভেট কার এবং Hino (জাপান) এবং Tata (ইন্ডিয়া) কোম্পানির বাস সহ অন্যান্য ভারি যানবাহন এসেম্বল করে।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের সবচাইতে পুরাতন এবং বড় অটোমোবাইল এসেম্বল কোম্পানি। এটি জাপানের Mitsubishi কোম্পানির গাড়ি এসেম্বল করে। এছাড়াও অনেকগুলি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে। যেমনঃ

PHP Group + Proton (UK)

Walton + Agate group (Malaysia)

ACI motors + Foton Motor (China)

Runner motors + Eicher  (ট্রাক)

PHP + Proton (Malaysia)

Ena Group + BSCIC + (Zinwa+BMG+KRW) (South Korea)

রানার + পিয়াজিও (ভেম্পা+ এপ্রিলিয়া)

মোটরসাইকেল এসেম্বল কোম্পানির মাঝে আছে Walton,  Runner, RoadMaster motors, Jamuna Automobiles. এছাড়াও কিছু জয়েন্ট ভেঞ্চার মোটরসাইকেল কোম্পানি যেমনঃ

Nitol-Niloy + Hero Motocorp

Runner + UM Motorcycles

Honda + BSEC

ACI Motors + Yamaha Motorcycles

২০১৭ সালে সবচাইতে বেশি গাড়ি এসেম্বল করা কোম্পানিগুলো নিচে দেয়া হলো। এখান থেকে কোম্পানিগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে।

১. উত্তরা মোটরস লিঃ

২. নিটল মোটরস লিঃ

৩. এস. আর. মোটরস লিঃ

৪. আকিজ মোটরস

৫. প্রগতি

৬. বি এম টি এফ

৭. আফতাব অটোমোবাইল

৮. টি ভি এস

৯. এইচ এস এন্টারপ্রাইজ

১০. টাটা মোটরস (নিটল-নিলয়)

১১. এটলাস

১২. ওয়ালটন

১৩. রানার

১৪. সিংগার

১৫. বি এইচ পি এল

১৬. র‍্যাংস

১৭. রহিম আফ্রোজ গ্লোবেট লিমিটেড

১৮. জনতা অটোমোবাইলস পার্টস

১৯. ইফাদ অটো লিঃ

এখন আসি এই সেক্টরের SWOT Analysis এ।

১. দেশের আর্থসামাজিক উন্নতির সাথে সাথে গাড়ির চাহিদা বাড়তেছে। তাই ভবিষ্যৎ ফকফকা। পাবলিক ট্রান্সপোর্ট এ VOLVO, BMW, SCANIA, HYUNDAI,  MERCEDES-BENZ এর ব্যবহার এখন লক্ষ্যনীয় হারে বাড়ছে।

২. দক্ষ জনবল সংকট,  বড় ইনভেস্টমেন্ট এবং পলিসির অভাবে এই সেক্টর এখনো অতটা প্রসারিত হতে পারেনাই। তবে খুব শীঘ্র হবে।

৩. যেহেতু দেশে চাহিদা বাড়তেছে এবং কিছু কিছু বিদেশী কোম্পানি ইনভেস্ট করা শুরু করছে, সেহেতু আশার আলো দেখতেই পারি।

৪. সরকারি পলিসির অভাব, জ্বালানি মূল্যের হ্রাস - বৃদ্ধি,  পার্টসের অত্যাধিক মূল্য ইত্যাদি কারণে এই সেক্টর হুমকির মুখে পরলেও পরতে পারে।


খুশির বিষয় হলো, Mitsubishi Motors চিটাগং এর মিরসরাইতে এবং Honda মুন্সীগঞ্জে অটোমোবাইল তৈরির প্লান্ট করার কাজ করতেছে।

বর্তমান বাজার বিবেচনা করলে, দেশে জাপানের Toyota গাড়ির বিক্রি সবচাইতে বেশি। আর মোটরসাইকেলের মাঝে ইন্ডিয়ার Bajaj ব্রান্ড সবচাইতে পপুলার।  দেশি কোম্পানি যেমনঃ ওয়ালটন,  রানার,  হাবিব ইত্যাদি মার্কেট ধরার চেষ্টা করতেছে।

কাজের বিভিন্নতাঃ

অটোমোবাইলস এর মূল কাজ বেশ কয়েকটা ভাগে হয়
১. সাপ্লাই চেইন - স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল সোর্স করে সাপ্লাই করতে ইঞ্জিনিয়ার মাস্ট লাগবে
২. প্রোডাকশন - ওয়েল্ডিং,  প্রেসিং, পেইন্টিং, এএসেম্বলি এগুলা প্রত্যেকটা জায়গা রান করে ইঞ্জিনিয়ার
৩. সার্ভিস- এটাও পুরোপুরি ইঞ্জিনিয়ার দিয়ে অপারেট হয়
৪. আর & ডি - কিছু বলার নেই। ডিজাইনিং টা এখানেই বেশি দরকার,  তবে বাকি জায়গাগুলোতে ডিজাইনের ধারনা লাগেই, বিশেষ করে প্রেসিং এ।

৫. মেইন্টেনেন্স - অন্যান্য ফ্যাক্টরির মতই মেশিনারিস দেখভাল করা লাগে


মোট প্রায় ৮৩৩২ টা পার্টস থাকে একটা প্রোটন গাড়ি তৈরি হয় যার প্রায় ৮০০ পার্টস এসেম্বলি করা হয় দেশে। এটাই প্রধান কাজ। সিস্টেমগুলো হলোঃ

1. Engine Assembly

2. Gear Box

3. Front and Rear Axle

4. Front and Rear Suspension

5. Front and Rear Windshield

6. Door Assembly

7. Front Module

8. Steering System

9. Exhaust System

10. Electrical Wiring Harness

11. Instrument panel

12. Bumper

13. Wheel

14. Fuel system

সার্কুলারঃ প্রগতি ছাড়া সব কোম্পানির সার্কুলারই বিডিজবস এবং অন্যান্য জব পোর্টালগুলোতে পাওয়া যায়।

সেলারিঃ বর্তমানে কোম্পানিগুলোর সেলারি ২২-২৮ হাজার ফ্রেশারদের জন্য।

যেকোন প্রশ্ন থাকলে করতে পারেন, জেনে জানানোর চেষ্টা করবো।
ধন্যবাদ
  চলবে...
     অন্যপর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ







      চুয়েট মেকা ১২
      এনপিসিবিএল

      2 comments:

      1. Vhai molotu mechanical engineering kaj ki plz janaben

        ReplyDelete
      2. BCI Engineering Institute.Best polytechnic institute in Dhaka.
        link:https://www.bci.edu.bd/

        ReplyDelete

      Thanks for comment stay with us.