Rich Dad Poor Dad — Book Review: Money Lessons That School Never Taught Us - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

Wednesday, December 3, 2025

Rich Dad Poor Dad — Book Review: Money Lessons That School Never Taught Us

Rich Dad Poor Dad — Book Review: Money Lessons That School Never Taught Us

কখনো কি মনে হয়েছেআপনি যতই পরিশ্রম করেন, টাকাটা ঠিকমতো হাতে থাকে না?

মনিমেন্টর জারিফএর জীবনেও এমন একটা সময় ছিল।
একদিন এক ঘনিষ্ঠ সহকর্মী বললেন
তুমি কাজ তো করছ, কিন্তু টাকার নিয়ম শিখছ না। Rich Dad Poor Dad পড়ে দেখো তোমার দৃষ্টিভঙ্গিই পাল্টে যাবে।
বইটা পড়া শুরু করার পরই জারিফ বুঝল
টাকার পেছনে দৌড়ানো আর টাকাকে নিজের জন্য কাজে লাগানোদুইটা সম্পূর্ণ আলাদা জিনিস
আর সবচেয়ে বড় উপলব্ধি হলো
যা স্কুল–কলেজ শেখায় না, এই বই সেটাই খুব সহজে বুঝিয়ে দেয়।

অ্যাসেট আর লায়াবিলিটির আসল পার্থকিটা খুব সহজযা আপনার পকেটে টাকা ঢোকায়, সেটা অ্যাসেট; আর যা টাকা বের করে, সেটা লায়াবিলিটি। কিন্তু এখানেই আমরা ভুল করি। নিজের বাড়ি বা দামি গাড়িদেখতে যেন বড় অ্যাসেট, অথচ মাসে মাসে EMI, ট্যাক্স, রক্ষণাবেক্ষণসব মিলিয়ে এগুলোই হয়ে যায় সবচেয়ে বড় লায়াবিলিটি। বিপরীতে, স্টক, ভাড়া দেওয়া ফ্ল্যাট, ছোট কোনো ব্যবসাএগুলো নীরবে, ধীরে ধীরে আয় তৈরি করে, এমনকি আপনি ঘুমালেও। তাই নিজের কাছে একটাই প্রশ্ন রাখুন: এটা কি আমাকে টাকা এনে দেবে, নাকি নিয়ে যাবে?” এই প্রশ্নটাই আপনার আর্থিক ভবিষ্যতকে বদলে দিতে পারে।

অনেকেই মনে করেন চাকরিই জীবনের শেষ ঠিকানাকিন্তু সত্যি বলতে, আর্থিক স্বাধীনতার অর্ধেক পথই তৈরি হয় তখন, যখন আপনি আয়কে শুধু পরিশ্রমের ওপর না রেখে বুদ্ধিমত্তার সঙ্গে গড়তে শিখেন। এটাই শিখিয়েছিল মনিমেন্টর জারিফকে“টাকা তোমার জন্য কাজ করুক, তুমি শুধু টাকার জন্য না।”

আমাদের শিক্ষা ব্যবস্থা দারুণভাবে GPA শেখায়, কিন্তু টাকা সামলানোর বাস্তব স্কিল শেখায় না। Rich Dad তাই সরাসরি বলেছিলেনটাকা না বুঝলে, যতই উপার্জন করো… টিকে থাকবে না।” এটা প্রতিটা কর্মজীবী মানুষের বাস্তব সত্য

আরেকটি বড় শিক্ষাঝুঁকি নিতে ভয় পাওয়াটা নিজেই সবচেয়ে বড় ঝুঁকি। Poor Dad ব্যর্থতাকে ভয় পেতেন, কিন্তু Rich Dad বলতেন, ব্যর্থতা মানুষকে তৈরি করে, আর শেখা মানুষকে জেতায়।” জীবনের যেকোনো সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস এখান থেকেই জন্মায়

সবশেষে, বইটি শেখায় কারও ওপর নির্ভর করে আয় নয়বরং আয়ের পথ তৈরি করা। ধনীরা উদ্যোক্তা মানসিকতায় এগোয়, বিনিয়োগ বোঝে, ক্যাশফ্লো নিয়ন্ত্রণে রাখে

যদি কখনো মনে হয় জীবন একই জায়গায় আটকে আছেএই চারটি শিক্ষা আপনার পথটাই বদলে দিতে পারে

রিচ ড্যাড পোর ড্যাড নিয়ে আরও জানতে চাইলে নিচের রিসোর্সগুলো দেখতে পারেন:

🎬 ভিডিও সামারি:  https://youtu.be/gJt4Z2ZzAX4?si=eXKCvJb4jhgKQQOK


🎧 Podcast Review: https://youtu.be/FpN7ozuhqwY?si=zFcSMoVtJena1H36


📚 Rich Dad Poor Dad কিনুন (Affiliate Link)

👉 https://rkmri.co/eSepEeRTEyye/
(
এই লিংক দিয়ে কিনলে ছোট একটি কমিশন আসতে পারেযা নতুন কনটেন্ট বানাতে সাহায্য করে।)

Final Thought — A Mindset Shift You Need

যদি আপনি
টাকার নিয়ম বুঝতে চান
অর্থনৈতিক উন্নতি করতে চান
নিজের জীবনে স্বাধীনতার পথ তৈরি করতে চান

তাহলে Rich Dad Poor Dad একবার অবশ্যই পড়া উচিত

মনিমেন্টর জারিফ বিশ্বাস করে
এই বই পড়লে আপনার অর্থনৈতিক চিন্তা-ভাবনায় দৃশ্যমান পরিবর্তন আসবে

No comments:

Post a Comment

Thanks for comment stay with us.