বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের সরকারি চাকুরীর ক্ষেত্রসমূহ
বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও ট্রান্সমিশন
(Government job for Engineers in Bangladesh) |
PDB(পিডিবি): বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ বাবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান। এর আন্ডার এ কতগুলোস্বায়ত্তশাসিত কোম্পানি আছে। এগুলো হল:
বিদ্যুৎ উৎপাদনঃ
- NWPGCL
- EGCB
- APSCL
- RPCL
- B-R Powergen Ltd
- CPGCBL
- NPCBL(BAEC এর অধীনে)
বিদ্যুৎ বিতরণঃ
- WZPDCL
- NESCO
- DESCO(শুধু মাত্র Dhaka তে -বিদ্যুৎ বিতরণ করে)
- DPDC(শুধু মাত্র Dhaka তে -বিদ্যুৎ বিতরণ করে)
- BREB(এটি গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ বিতরণ বাবস্থার কাজ করে)
Note :- PDB & REB বেতন 27,100/- অন্য সবার বেতন 60,000+,যা আরও বাড়বে। (SAE এর ক্ষেত্রে প্রযোজ্য)
বিদ্যুৎ ট্রান্সমিশন:
বাংলাদেশে বিদ্যুৎ ট্রান্সমিশনের দায়িত্বে আছে একমাত্র সরকারি কোম্পানি PGCB।
গ্যাস, খনিজ সম্পদ ও তেল উৎপাদন ও বিতরণ ব্যবস্থা
PetroBangla (পেট্রোবাংলা)ঃ গ্যাস, তেল ও খনিজ সম্পদ অনুসন্ধান, উন্নয়ন, আমদানি, পরিশোধন ও বিপণন ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান। PetroBangla এর অধীনে ১৩ টি কোম্পানি আছে ।এগুলো হল:
ডিস্ট্রিবিউশন
- TGTDCL
- BGDCL
- JGDSL
- PGCL
- KGDCL
- SGCL
এলএনজি / সিএনজি / এলপিজিঃ
- RPGCL
মাইনিংঃ
- BCMCL
- MGMCL
BAPEX নতুন গ্যাসকূপ খনন করে, অন্যান্য রা গ্যাস উৎপাদন বাবস্থার কাজ করে।
Note :- এদের মধ্যে PetroBangla যেহেতু সবাই কে নিয়ন্ত্রণ করে,তাই PeetroBangla ই Best.
WASA(ওয়াসা) & RAJUK (রাজউক)-ঢাকায় থাকার জন্য বেস্ট।
সার, সিমেন্ট, কাগজ, গ্লাসশীট, হার্ডবোর্ড প্রভৃতি উৎপাদন ও বিতরণ বাবস্থা
BCIC (বিসিআইসি)ঃ সার, সিমেন্ট, কাগজ, গ্লাসশীট, হার্ডবোর্ড, স্যানিটারীওয়্যার ও ইন্স্যুলেটর প্রভৃতি পন্য সামগ্রী উৎপাদন ও বিতরণ বাবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান।
ইউরিয়া সার কারখানাঃ
অন্যান্য কারখানাঃ
ইউরিয়া সার কারখানাঃ
- Shahjalal Fertilizer Company Ltd. (SFCL)
- CHITTAGONG UREA FERTILIZER LTD.(CUFL)
- Jamuna Fertilizer Company Ltd.(JFCL)
- Ashugonj Fertilizer & Chemical Company Ltd.
- Urea Fertilizer Factory Ltd.
- Polash Urea Fertilizer Factory
- TSP Complex Ltd.
- DAP Fertilizer Company Ltd.
অন্যান্য কারখানাঃ
- Chhatak Cement Company Ltd.
- Usmania Glass Sheet Factory Ltd.
- Bangladesh Insulator & Sanataryware Factory Ltd.
- Khulna Hard Board Mills Ltd.
- Karnaphuli Paper Mills Ltd.
পাট ও চিনি উৎপাদন ও বিতরণ ব্যবস্থা
- North Bengal Sugar Mill, Natore
- JOYPURHAT Sugar Mill
- RAJSHAHI Sugar Mill
- KERU & KONG Sugar Mill, Chuadanga. etc.
PSC
BPSC(বিপিএসসি)ঃ কে সবাই চিনি ।এর আন্ডার এ কতগুলো মন্ত্রণালয় (MINISTRY) এ ইঞ্জিনিয়ার নিয়োগ হয়
BRTA (Bangladesh Road Transport Authority) & BSTI (Bangladesh Standard and Testing Institute), BTV, PWD, Bangladesh Railway
অন্যান্য
অন্যান্য সরকারি চাকুরীঃ BIWTA, BITAC, BSEC (Bangladesh Steel and Engg. a corporation)
BTCL,BTRC, LGED, BTV, BD RADIO, BD CABLE INDUSTRY LTD, BD CEMENT INDUSTRY LTD. , BMTF (Bangladesh Machine Tool Factory), BWDB , BADC, BOF, Diesel Plant, BANGLADESH ARMY /NAVY /AIR force, BPSC & Polytechnique Institute of Bangladesh, BAEC, বিভিন্ন ব্যাংক।
অন্যপর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
অন্যপর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
- সরকারি চাকুরীর ক্ষেত্রসমূহ: http://bit.ly/2q5O47a
- ১ম পর্ব (অটোমোবাইল): http://bit.ly/2q5ObzC
- ২য় পর্ব (ফার্মাসিউটিক্যাল): http://bit.ly/32MB0kb
- ৩য় পর্ব (সিমেন্ট ইন্ডাস্ট্রি: http://bit.ly/2OkAvc6
- ৪র্থ পর্ব (স্টিল ইন্ডাস্ট্রি): http://bit.ly/2KmRWaL
- ৫ম পর্ব(তেল ও গ্যাস):http://bit.ly/2OBAZdU
Saddam Hossain
DUET, ME-12
DUET, ME-12
Executive Trainee(Mechanical)
Nuclear Power Company Bangladesh Ltd.(NPCBL)
Rooppur, Ishwardi, Pabna
Nuclear Power Company Bangladesh Ltd.(NPCBL)
Rooppur, Ishwardi, Pabna
No comments:
Post a Comment
Thanks for comment stay with us.