মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh) [৫ম পর্ব-তেল ও গ্যাস সেক্টর] - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

Saturday, November 23, 2019

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh) [৫ম পর্ব-তেল ও গ্যাস সেক্টর]

মেকানিকাল জব সেক্টর
(তেল এবং গ্যাস সেক্টর)

 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ক্ষেত্রসমূহ( Job for Mechanical Engineer in Bangladesh) [৫ম পর্ব-তেল ও গ্যাস সেক্টর]

 

আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের বিদ্যুৎ অংশটা নিয়ে পরে জেনে লিখবো। এবার মূলতঃ জ্বালানি (তেল, গ্যাস)  এবং খনিজ অংশটা নিয়েই লিখি।
তথ্যসূত্রঃ


গ্যাস সেক্টর

দক্ষিণ এশিয়ার ১৯তম বৃহৎ গ্যাস উৎপাদনকারী দেশ বাংলাদেশে এযাবৎকালে মোট ২৭ টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এ গ্যাসক্ষেত্র গুলোর মাঝে ২৫ টি স্থলে, বাকি ২টি সমুদ্রসীমায়।   জুন ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ১৯ টি গ্যাসক্ষেত্র উৎপাদনে আছে যার মোট কূপসংখ্যা ১১০। ১৪ বছর পর ফেনী গ্যাসক্ষেত্রের উৎপাদন শেষ হয়েছে এবং ১টি গ্যাস ক্ষেত্রে খুবই স্বল্প পরিমাণে গ্যাস থাকায় উৎপাদন শুরু করাই সম্ভব হয়নি। প্রতিদিন আরো নতুন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে।
উইকিপিডিয়া মতে, দেশে উপ্ত  গ্যাস দিয়ে প্রায় ৫৬% গ্যাসের চাহিদা পূরণ করা হয়। জুন ২০১৮ পর্যন্ত,  দেশে মোট রিজার্ভড 28.69 Tcf গ্যাসের মাঝে 15.96 Tcf গ্যাস উত্তোলিত হয়েছে। বাকি আছে  12.72 Tcf.  বর্তমানে দেশে গ্যাসের চাহিদা 3649 MMcfd যার মাঝে ঘাটতি আছে  1016.75 MMcfd.
দেশে উৎপাদিত গ্যাসের মাত্র ১৬% সরবরাহ করা হয় বাসাবাড়িতে।  সবচেয়ে বেশি যায় পাওয়ার সেক্টরে (৪০%)। বাকি ৫% যায় ৭ ইউরিয়া কারখানায়,  ১৭% ইন্ডাস্ট্রিতে,  ১৬% ক্যাপটিভ পাওয়ার প্লান্ট গুলোতে, আর মাত্র ৫% যায় সিএনজি স্টেশনগুলোতে৷ বাকি ১% বিবিধ কাজে ব্যবহৃত হয়।
আচ্ছা,  এখন আসি সরকারি  কোম্পানিগুলোতে। প্রথমেই আসে,

PetroBangla

দেশের তেল ও গ্যাসের অনুসন্ধান,  উত্তোলন,  সঞ্চালন  এবং বাজারজাতকরণের সকল দায়িত্ব PetroBangla এর। পেট্রোবাংলার অধীনে ৫ ধরনের মোট ১২টা কোম্পানি আছে।

 ক. Exploration and Production Companies

১।Bapex (Bangladesh Petroleum Explosion and Production Company Limited)

এটি একইসাথে অনুসন্ধান এবং উৎপাদনের কাজ করে থাকে। এই কোম্পানির অধীনে ৭ টি গ্যাসক্ষেত্র আছে।
  1.  শ্রীকাইল গ্যাস ফিল্ড
  2.  বেগমগঞ্জ গ্যাস ফিল্ড
  3.  ফেঞ্চুগঞ্জ গ্যাস ফিল্ড
  4.  রূপগঞ্জ গ্যাস ফিল্ড
  5.  সালদা নদী গ্যাস ফিল্ড
  6.  সেমুতাং গ্যাস ফিল্ড
  7.  শাহবাজপুর গ্যাস ফিল্ড

২.BGFCL (Bangladesh Gas Field Company Limited)

এটি সরকারি খাতে সবচাইতে বড় কোম্পানি উৎপাদনের দিক থেকে (৩১% উৎপাদন করে)। এর অধিনস্থ গ্যাস ফিল্ডগুলো নিম্নোক্তঃ
  1. তিতাস গ্যাস ফিল্ড (ব্রাহ্মনবাড়িয়া)
  2.  হবিগঞ্জ গ্যাস ফিল্ড
  3. বাখরাবাদ গ্যাস ফিল্ড (কুমিল্লা)
  4.  নরসিংদী গ্যাস ফিল্ড
  5.  মেঘনা গ্যাস ফিল্ড (ব্রাহ্মনবাড়িয়া)
  6.  কামতা গ্যাস ফিল্ড (গাজীপুর)
  7.  সাঙ্গু গ্যাস ফিল্ড (চট্টগ্রাম)
এর মধ্যে কামতা গ্যাস ফিল্ড আপাতত বন্ধ আছে।  ফেনী গ্যাস ফিল্ড পূর্বে এই কোম্পানির অধীনে থাকলেও বর্তমানে বেসরকারি খাতে দেয়া হয়েছে।

৩.SGFL ( Sylhet Gas Field Limited)

এর অধীনস্থ গ্যাস ফিল্ডগুলো হলঃ
  1. হরিপুর গ্যাস ফিল্ড
  2. কৈলাশটিলা গ্যাস ফিল্ড
  3. রশিদপুর গ্যাস ফিল্ড
  4. বিয়ানীবাজার গ্যাস ফিল্ড
  5. কৈলাশটিলা এম এস টি ই প্লান্ট
  6. রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন  প্লান্ট
  7. ৪০০০ বিপিডি সিএফপি
  8. ছাতক গ্যাস ফিল্ড
* ৪০০০ বিপিডি তে বিবিয়ানা থেকে কনডেনসেট এনে পেট্রোল, ডিজেল ও কেরোসিন তৈরি করা হয়।

খ. Gas Transmission

Gas Transmission Company Bangladesh (GTCL)

গ.  Distribution

  1. তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (TGTDCL)
  2. বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (BGDCL)
  3. জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (JGTDSL)
  4. পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (PGCL)
  5. কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (KGDCL)
  6. সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (SGCL)
এখানে গেল সরকারি গ্যাস কোম্পানি।  এছাড়া বেশ  কয়েকটি বহুজাতিক কোম্পানি গ্যাস উত্তোলনের সাথে জড়িত।  এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
  1. CHEVRON (USA)
  2. Conoco Philips (USA)
  3. Statoli (Norway)
  4. Kris-energy
  5. Gazprom (Russia)
  6. ONGC (India)
Chevron বাংলাদেশের সবচাইতে বড় বহুজাতিক কোম্পানি।  এটি ৩টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের কাজ করছে। সেগুলো হলোঃ
  1. জালালাবাদ
  2. মৌলভীবাজার
  3. বিবিয়ানা
Kris-energy মোট ৬টি ব্লকে এবং ONGC ২০১৪ সাল থেকে ২টা ব্লকে Exploration এর কাজ করছে।
Coco philips এবং Statoli গভীর সমুদ্রে অনুসন্ধানের কাজে যুক্ত আছে।
Gazprom এর সাথে ২০১৩ সালের শেষের দিকে এবং ২০১৪ সালের শুরুতে ৬টি গ্যাসক্ষেত্রের মোট ১০ টি কূপ খননের চুক্তি হয়।

সিস্টেমঃ

গ্যাস উত্তোলন থেকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়ার ব্যাপারটা সম্পূর্ণ বিদ্যুৎ সেক্টরের মতই। দেশে উৎপাদিত সকল বিদ্যুৎ ক্রয় করে যেমন পিডিবি, তেমনি গ্যাস ক্রয় করে পেট্রোবাংলা। তারপর ট্রান্সমিট করে পিজিসিবি(বিদ্যুৎ)  জিটিসিল(গ্যাস)। গ্রাহক পর্যায়ে সরবরাহ করে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো।

চাকরিঃ

ইঞ্জিনিয়ারদের কাজ কি???

মূলতঃ ৪টা ডিপার্টমেন্ট এ কাজ করতে হয় ইঞ্জিনিয়ারদের।
  1. Maintenance (Field+Plant)
  2. Operation /Production
  3. Safety
  4. Supply Chain

সার্কুলারঃ

সরকারি কোম্পানিগুলোর সার্কুলার তো হরহামেশাই হয়। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সার্কুলার নিজেদের ওয়েবসাইট কিম্বা বিডি জবসে পাওয়া যায়। মাল্টিন্যাশনাল গুলোর সিলেকশন প্রসেসে অনেকগুলো ধাপ থাকে।  Chevron এর ওয়েবসাইটে এই বিষয়ক কিছু তথ্য পাওয়া যেতে পারে।

বেতনঃ

BGFCL ছাড়া সরকারি সকল কোম্পানির বেতন ৯ম গ্রেড। অর্থাৎ সর্বসাকুল্যে ৩৫৬০০টাকা। BGFCL এ বেসিক ১ হাজার টাকা বেশি।
বহুজাতিক কোম্পানিগুলোর বেতন ৬০+।

বোনাসঃ

গ্যাস কোম্পানিগুলোর (বহুজাতিক এবং সরকারি)  সবচাইতে বড় সুবিধা হলো বার্ষিক প্রফিট বোনাস। কোম্পানি এবং প্রফিটভেদে তা ৩-৪ লাখ থেকে ৫-৬ লাখও হয়ে থাকে।
সাথে অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই।
চলবে..........

 অন্যপর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
টিটু নন্দী
মেকা ১২
এনপিসিবিএল
























2 comments:

  1. Mechanical Engineering (Food And Beverag) Company Job niye jodi akta post diten...

    ReplyDelete
  2. Mechanical Engineering (Food And Beverage) Company Job niye jodi post diten...

    ReplyDelete

Thanks for comment stay with us.