মেকানিকাল জব সেক্টর
(স্টিল ইন্ডাস্ট্রি)
পাবলিক ভার্সিটিতে পড়েছেন, কিন্তু BSRM, AKS, KSRM এগুলার নাম শুনেনাই, এমন কাউরেই খুজে পাওয়া যাবেনা সে যে ডিপার্টমেন্টেরই হোক। এই সেক্টরের বেতনাদি, সুবিধাদি ইত্যাদি, সোজা কথায় উনাদের পশ জীবনযাত্রার রহস্যগুলো নিয়েই লিখবো আজ।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে স্টিল ইন্ডাস্ট্রি যে বড় বড় মেগা প্রজেক্টগুলোর মূল হাতিয়ার সেটা বলার অপেক্ষাই রাখেনা। অথবা এভাবেও বলা যায় যে, রুপ্পুর, পদ্মাসেতু, রামপাল, মহেশখালী, মেট্রোরেলের মত বড় বড় প্রজেক্টের রি-বার যোগানদাতা এই প্রতিষ্ঠানগুলো এখন বেশ রমরমাই বলতে গেলে।
বিশ্বে 946.82 MT উৎপাদনকারী এশিয়া মহাদেশই স্টিল ইন্ডাস্ট্রিতে এগিয়ে যার প্রায় ৫০ ভাগ উৎপাদন করে চীন। এপ্রিল, ২০১৯ সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাৎসরিক স্টিল সেক্টরের চিত্র নিম্নরুপঃ
Production Capacity : 80 lakh Tonnes
Consumption : 75 lakh Tonnes
Active Companies : Around 40
Active Plants: 400
যার প্রায় ৫০% আসে BSRM এবং AKS থেকে।
কী তৈরি করে??
মূলত ২ ধরনের ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়।
1. Long Steel (MS Rod/TMT Bar)
2. Flat steel
1. Long Steel (MS Rod/TMT Bar)
2. Flat steel
1. Long Steel
#Deformed Bar ( Rod of different grades; 40, 50; 500)
# Angle
#Channels
2. Flat Steel
# CI Sheet
মোটামুটি প্রতিটা কোম্পানির ওয়েবসাইটে উৎপাদিত পণ্যগুলোর বিস্তারিত দেয়া থাকে। যেমনঃ KSRM এর উৎপাদিত পণ্যগুলো হলোঃ
Premium80 Grade
500W
60 Grade
এগুলোর প্রতিটার Yield Strength, Ultimate Strength, Elongation at max force, Mandrel diameter for bend Test, % of elongation after fracture ইত্যাদি দেয়া আছে।
Raw materials কী?
স্টিল ইন্ডাস্ট্রির Raw material হলো Iron Scrap. Iron Scrap আসে মূলত জাহাজ ভাঙ্গা শিল্প থেকে। Iron scrap থেকে তৈরি হয় Billets. এই Billet কে বিশাল কর্মযজ্ঞের মধ্যদিয়ে নিয়ে তৈরি হয় final product. BSRM এ Industrial Attachment করার সুবাদে এই কর্মযজ্ঞ দেখার সৌভাগ্য হয়েছিলো। অইসব বর্ণনা নাহয়, না ই বা করলাম।
দেশের Billet তৈরির প্লান্টগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা 3.3 million MT যার মাঝে AKS, BSRM এবং KSRM মিলে তৈরি করে 3 million MT. বাকি প্রায় 4 million MT Billet আমদানি করা হয়।
মেকানিকালের কি কি আছে??
অনেকগুলা জিনিস আছে, তার মাঝে অল্প কয়েকটা বলিঃ
1. Hydraulic and pneumatic system
2. Different types of pumps
3. WTP
4. QTB
5. Different types of cranes and conveyor system
6. Tying, bending and Shearing machines
7. Furnace (Induction & Gas) etc...
দেশের নামীদামি স্টিল কোম্পানিগুলো হলোঃ ( ব্রাকেটে বেতন)
1. BSRM (30)
2. AKS (25)
3. KSRM (25)
4. GPH ISPAT (25)
5. RRML
6. ANWAR ISPAT (22)
7. HKG STEEL MILLS LTD
8. RAHIM STEEL MILLS LTD
9. SEEMA SML
10. BASHUNDHARA STEELS
11. RSRM (15-20)
12. APOLLO ISPAT LIMITED (PIONEER IN CI SHEET BUSINESS)
2. AKS (25)
3. KSRM (25)
4. GPH ISPAT (25)
5. RRML
6. ANWAR ISPAT (22)
7. HKG STEEL MILLS LTD
8. RAHIM STEEL MILLS LTD
9. SEEMA SML
10. BASHUNDHARA STEELS
11. RSRM (15-20)
12. APOLLO ISPAT LIMITED (PIONEER IN CI SHEET BUSINESS)
চাকরির সার্কুলার, সময়, এবং সিলেকশন প্রোসেসঃ
বছরের নির্দিষ্ট কোন সময় নাই বিডিজবসে সার্কুলার পাওয়া যায়।
রিটেন এবং ভাইবা দুইটাতেই অংশগ্রহণ করতে হয়। যতদূর জানি, ভাইবার উপরই চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করে।
রিটেন এবং ভাইবা দুইটাতেই অংশগ্রহণ করতে হয়। যতদূর জানি, ভাইবার উপরই চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করে।
ডিউটি কেমনঃ
এন্ট্রি লেভেলে সবাইকেই শিফটে ডিউটি করতে হয়। দিনে মোট ৩টা শিফট ৮ ঘন্টা করে এবং সপ্তাহের নির্দিষ্ট (যেকোন) ১দিন ছুটি থাকে।
বেতনঃ
ফ্রেশার হিসেবে যথেষ্ট লোভনীয় বেতন। আর যাদের বাসা চিটাগং এ, তাদের জন্য মাখন।
বোনাসঃ
BSRM বাৎসরিক প্রফিট বোনাস শেয়ার করে। কোম্পানিভেদে ভিন্ন হলেও সাধারণত তা লাখের নিচে নামেনা। অন্যান্য কোম্পানিতে (BSRM সহ) মাসিক উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে Incentives যা কিনা ফ্রেশারদের জন্য ৩হাজার (প্রায়)/মাস।
প্রমোশনঃ
Extraordinary কোনকিছু ছাড়া সাধারণত ৩বছর সময় লাগে।
নেতিবাচক দিকঃ
১. বেশিরভাগ প্লান্টই চিটাগং এর আশেপাশে হওয়ায় অন্যান্য চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করা কিছুটা কষ্টকর।
২. উচ্চশব্দ এবং তাপে কাজ করতে হয়।
৩. ২৪ ঘন্টাই উৎপাদনে থাকে প্লান্টগুলো। তাই অনেক প্রেশারে কাজ করতে হয়। তাছাড়া ছুটিও কম।
সিনিয়রদের পরামর্শঃ
১. ক্যারিয়ারের শুরুতে অবশ্যই উপরের সারির কোম্পানিগুলোতে ঢুকা ভালো।
২. যদি সেক্টর সুইচ করার ইচ্ছা থাকে তাহলে প্রথম ১ বছরের মধ্যেই করা ভালো।
৩. কোম্পানি সুইচ করার ক্ষেত্রে কিছুটা সময় নেয়া ভালো।
৪. অবশ্যই প্রোডাকশন থেকে মেইনটেইন্যান্স প্রিফারেবল। কারণ এক্ষেত্রে নতুন নতুন অনেককিছু শেখার সুযোগ থাকে।
নতুন প্রজেক্টসমূহঃ
১. চীনের বৃহৎ স্টিল কোম্পানি Kunming Iron and Steel Holding Company দেশের মহেশখালীতে একটি স্টিল প্লান্ট করার ইচ্ছা পোষণ করেছে।
২. জাপানের Nippon Steel (Joint Venture with McDonald's Steel Building Products Ltd) মিরসরাইতে একটা প্লান্ট তৈরির কাজ করছে।
৩. PHP গ্রুপও মিরসরাইতে একটা প্লান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
ধন্যবাদ পাশে থাকার জন্য। যেকোন বিষয়ে জানার থাকলে কমেন্ট অথবা ইনবক্সে জানান। জেনে হলেও জানানোর কিম্বা সাহায্য করার চেষ্টা থাকবে।
[ চলবে...]
অন্যপর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
[ চলবে...]
অন্যপর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
- সরকারি চাকুরীর ক্ষেত্রসমূহ: http://bit.ly/2q5O47a
- ১ম পর্ব (অটোমোবাইল): http://bit.ly/2q5ObzC
- ২য় পর্ব (ফার্মাসিউটিক্যাল): http://bit.ly/32MB0kb
- ৩য় পর্ব (সিমেন্ট ইন্ডাস্ট্রি: http://bit.ly/2OkAvc6
- ৪র্থ পর্ব (স্টিল ইন্ডাস্ট্রি): http://bit.ly/2KmRWaL
- ৫ম পর্ব(তেল ও গ্যাস):http://bit.ly/2OBAZdU
টিটু নন্দী
মেকা ১২
এনপিসিবিএল
No comments:
Post a Comment
Thanks for comment stay with us.