সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি পর্বঃ ০২ - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

Saturday, June 13, 2020

সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি পর্বঃ ০২

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়
                                                                                                                          -মুনীর চৌধুরী


সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধারাবাহিক পোস্ট করছি। আজ ২য় পর্ব। ওহ হ্যাঁ আরেকটা কথা আমাদের পর্ব কিন্তু -০১(মাইনাস ওয়ান) থেকে শুরু হয়েছে! আজকের পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনার চেষ্টা করব।
পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা সিলেবাস নির্দিষ্ট করে বলা সম্ভব না। প্যাটার্ন সর্বদা পরিবর্তনশীল। বুয়েট প্যাটার্ন মাথায় আসলে ম্যাথ বেসড প্রশ্ন মাথায় আসে। কিন্ত ইতোপূর্বে বুয়েটে অনুষ্ঠিত অনেক পরীক্ষায় থিউরি বেসড প্রশ্ন হতে দেখা গেছে। তাহলে উপায়? 
আমাদের কি জব হবে না?
প্রশ্ন প্যাটার্ন আর সিলেবাসের চিন্তায় মাথা খারাপ না করলেও চলবে। জব পাওয়ার জন্য আপনার সবকিছু আয়ত্ব করতেই হবে এমন না।

প্রশ্ন প্যাটার্ন

পরীক্ষার প্রশ্ন ও উক্ত পরীক্ষায় কোন প্রতিষ্ঠান জনবল নিয়োগ দিচ্ছে ও কোন শিক্ষা প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে তার উপর নির্ভর করে। সহকারী প্রকৌশলী পদে চাকরীর পরীক্ষা যে সমস্ত প্রতিষ্ঠান নেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হল বুয়েট, MIST, রুয়েট, কুয়েট, বিপিএসসি, IBA । কিছু পরীক্ষা জনবল নিয়োগকারী প্রতিষ্ঠানও নিয়ে থাকে।
সকল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় ৪০-৬০% ডিপার্ট্মেন্ট থাকে আর বাকিটা নন-ডিপার্টমেন্ট।

 বুয়েট প্যাটার্ন (অধিকাংশ ইঞ্জিনিয়ারিং জবের পরীক্ষা বুয়েটে হয়)

ডিপার্টমেন্ট অংশে ৪০ নম্বর থাকে। এতে সাধারণত একটি ড্রয়িংসহ ১২/১৪ টি প্রশ্ন থাকে। অন্যান্য ১১টা প্রশ্নে ম্যাথ ,ডায়াগ্রাম, ছোট থিউরী প্রশ্ন থাকে। এ বিষয় নিয়ে পরে বিস্তারিত লিখবো, ইনশাআল্লাহ। নন-ডিপার্টমেন্টে ৬০/৪০ টা MCQ প্রশ্ন থাকে। প্রতিটা প্রশ্নে ০.৫ মার্ক থাকে। পাওয়ার প্লান্টের পরীক্ষাগুলোতে ২০ নম্বরের ২০টা analytical aptitude আসতে দেখা যায়।
সকল পরীক্ষায় নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন হয়। লিখিত পরীক্ষা/ভাইভার আগে অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন।

 MIST

কখনও থিউরী বেসড কখনও ম্যাথ বেসড প্রশ্ন হতে দেখা যায়। নন ডিপার্টমেন্ট অংশে সাম্প্রতিক বিষয় বেশি গুরুত্ব দেওয়া হয়।

 RUET & KUET

খুব কম সংখ্যক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলাদাভাবে প্রস্তুতি না নিলেও হবে। বুয়েট MIST প্যাটার্ন ফলো করলেই হবে। তবে এখানে থিউরী পার্টে বেশি গুরত্ব দেওয়া হয়।
IBA ও BPSCএর প্রশ্ন প্যাটার্ন অন্যান্য প্যাটার্ন থেকে ভিন্ন হয়। পরবর্তীতে আলোচনার চেষ্টা করবো, ইন শা আল্লাহ।

Mechanical Depertment

ডিপার্টমেন্টাল অংশে মূলত মেকানিক্যালের মূল বিষয়গুলোর উপর প্রশ্ন হয়ে থাকে। যেমনঃ Thermodynamics, IC Engine, Fluid Mechanics, Heat Transfer, Power Plant Engineering, Refrigeration and Air Conditioning, Strength of Materials, Theory of Machines, Engineering Mechanics, Machine Tool, Automobile Engineering ইত্যাদি। পরবর্তীতে কোন পোস্টে বই এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইন শা আল্লাহ।

Non-Depertment

নন-ডিপার্টমেন্টাল অংশে সাধারণত বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, কম্পিউটার analytical aptitude ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকে। পরবর্তীতে কোন পোস্টে বই এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইন শা আল্লাহ।

**Emran Hossain ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়ের লেখা থেকে বেশকিছু তথ্য নিয়েছি।
পরের পোস্টগুলোতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন।
-Saddam Hossain
Executive Trainee(Mechanical)
NPCBL, Rooppur, Ishwardi, Pabna

No comments:

Post a Comment

Thanks for comment stay with us.