সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি পর্বঃ ০১ - EduTech

Latest

EduTech

Learning Today...Leading Tomorrow

How to Highlight Duplicate Values in Google Sheets

Google Sheets is a powerful tool for managing and analyzing data. However, when working with large datasets, duplicate values can sometimes ...

Friday, June 5, 2020

সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি পর্বঃ ০১

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন।

সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধারাবাহিক লিখছি। ইতোমধ্যে -০১, ০০ পর্বগুলো পড়েছেন। আজকে ০১! এই পর্বে আলোচনা করবো কীভাবে এবং কখন প্রস্তুতি শুরু করা উচিত আর পরীক্ষার জন্য কোন ধরনের প্রশ্ন পড়া লাগবে।



কীভাবে শুরু করবো ❓
প্রথমেই বিগত চাকুরির পরীক্ষার প্রশ্নগুলো চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। জবের প্রশ্নগুলো বিভিন্ন চাকুরির প্রস্তুতি গ্রুপে পাবেন। প্রশ্নগুলো দেখলে প্রশ্ন প্যাটার্ন, গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং টপিক্স সম্পর্কে আইডিয়া পাবেন।

প্রশ্ন প্যাটার্ন কেমন হবে ❓
পরীক্ষাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে থাকে। সকল প্রতিষ্ঠানের প্রশ্নের ধরণ একরকম না। আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নের ধরণ আলাদাভাবে আলোচনা করব না। আমরা যেহেতু সকল প্রতিষ্ঠানেই পরীক্ষা দিতে চাচ্ছি তাই কীভাবে সমন্বয় করে  পড়লে সকল প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবো তা নিয়ে আলোচনা করবো।

পরবর্তী কোন এক পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো ইন শা আল্লাহ।
চাকুরী পরীক্ষার প্রশ্নগুলো এভাবে ভাগ করা যেতে পারে।

  1. পার্ট-A: ডিপার্টমেন্ট
  2. পার্ট-B: নন-ডিপার্টমেন্ট

পার্ট-A: ডিপার্টমেন্ট
  • Theory
  • অনেক সময় Full form, specifications লিখতে বলা হয়
  • MCQ
  • Diagram
  • Mathematical Type
  • Drawing
পার্ট-B: নন-ডিপার্টমেন্ট
  • MCQ
BPSC এবং IBA এর প্রশ্ন প্যাটার্ন একটু ভিন্নরকম হয়। পরবর্তীতে আলোচনার চেষ্টা করা হবে।

পরবর্তী পর্বগুলোতে ডিপার্টমেন্ট এবং নন-ডিপার্টমেন্ট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইন শা আল্লাহ।

কখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবো ❓

আসলে এই প্রশ্নের এক্সাক্ট কোন উত্তর নেই। অনেকে প্রথম বর্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে কিন্তু আমি এতো দ্রুত শুরু করার পক্ষে না। একটু ভিন্নভাবে বলতে গেলে আমরা শিশুকাল থেকে জবের পড়া পড়ছি! চাকুরির পরীক্ষা যা কিছু আসে প্রায় সবগুলোই অ্যাকাডেমিক সিলেবাসের অন্তর্ভুক্ত।

কোন ছাত্র প্রথম বর্ষ থেকে জবের প্রশ্নগুলো দেখতে থাকলে অ্যাকাডেমিক বিষয়গুলোর অনেক টপিক্সে গুরুত্ব দিবে না। ডিপার্ট্মেন্টে ডিপ নলেজ থাকবে না। আর চাকুরির পরীক্ষার সিলেবাস সর্বদা পরিবর্তনশীল। আজকে আপনি যেগুলো বাদ দিলেন দেখা গেল কালকে সেগুলো পরীক্ষায় আসছে।

পরের পোস্টগুলোতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন।

Saddam Hossain
Executive Trainee(Mechanical)
NPCBL, Rooppur, Ishwardi, Pabna


No comments:

Post a Comment

Thanks for comment stay with us.