#যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েননি ইগনোর করতে পারেন
এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন
পর্বঃ -০১(মাইনাস ওয়ান)
(পূর্ব কথা)
ঈদ মোবারক! আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেছেন এবং করোনা মহামারির মধ্যেও নিরাপদে আছেন।
আজ থেকে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন নিয়ে ধারাবাহিক পোস্ট দেওয়া শুরু করব । ইন শা আল্লাহ। কত পর্ব বা কীভাবে লিখবো এখনো খুব বেশি জানি না। আপনাদের রেসপন্সের উপর অনেক কিছু নির্ভর করবে।
ইতোমধ্যে জবের প্রস্তুতি নিয়ে অনেকে একাধিক পোস্ট করেছে। আমি অন্যান্য পোস্টগুলো সমম্বয়ের সাথে সাথে নিজের অভিজ্ঞতার সমন্বয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব।
আজকে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং এর পর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি তাঁদের AE জব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব।
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে ১০ম গ্রেডের সেকেন্ড ক্লাস জব যথেষ্ট সম্মানের। কিন্তু আমাদের অধিকাংশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জবের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে। SAE এর প্রস্তুতি নিলে AE এর ৬০% এর কাছাকাছি প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জেনারেল থেকে বিএসসি করতে সময় লাগে ৫+৫+২+৪=১৬ বছর। আমাদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর। আমরা ৩/৪ বছর বেশি লেখাপড়া করছি, সুযোগ থাকার পরও কেনো AE জবের চেষ্টা করবো না?
তাই আমরা AE জবের প্রস্তুতি নিতেই পারি। অল্প একটু সমন্বয় করে নিলেই খুব সহজে জব পাওয়া সম্ভব।
পরবর্তি পোস্টগুলোতে কীভাবে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়া সমন্বয় করে ভালো ফলাফল করা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা বিএসসি শেষ করেছেন বা করছেন অথবা বিএসসি করবেন ভাবছেন সকলে এই পোস্টগুলো ফলো করতে পারেন।
পরের পোস্টগুলোতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন।
আজ থেকে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন নিয়ে ধারাবাহিক পোস্ট দেওয়া শুরু করব । ইন শা আল্লাহ। কত পর্ব বা কীভাবে লিখবো এখনো খুব বেশি জানি না। আপনাদের রেসপন্সের উপর অনেক কিছু নির্ভর করবে।
ইতোমধ্যে জবের প্রস্তুতি নিয়ে অনেকে একাধিক পোস্ট করেছে। আমি অন্যান্য পোস্টগুলো সমম্বয়ের সাথে সাথে নিজের অভিজ্ঞতার সমন্বয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব।
আজকে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং এর পর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি তাঁদের AE জব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব।
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে ১০ম গ্রেডের সেকেন্ড ক্লাস জব যথেষ্ট সম্মানের। কিন্তু আমাদের অধিকাংশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জবের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে। SAE এর প্রস্তুতি নিলে AE এর ৬০% এর কাছাকাছি প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জেনারেল থেকে বিএসসি করতে সময় লাগে ৫+৫+২+৪=১৬ বছর। আমাদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর। আমরা ৩/৪ বছর বেশি লেখাপড়া করছি, সুযোগ থাকার পরও কেনো AE জবের চেষ্টা করবো না?
তাই আমরা AE জবের প্রস্তুতি নিতেই পারি। অল্প একটু সমন্বয় করে নিলেই খুব সহজে জব পাওয়া সম্ভব।
পরবর্তি পোস্টগুলোতে কীভাবে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়া সমন্বয় করে ভালো ফলাফল করা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা বিএসসি শেষ করেছেন বা করছেন অথবা বিএসসি করবেন ভাবছেন সকলে এই পোস্টগুলো ফলো করতে পারেন।
পরের পোস্টগুলোতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন।
Executive Trainee(Mechanical)
NPCBL, Rooppur, Ishwardi, Pabna
26/05/2020
26/05/2020
No comments:
Post a Comment
Thanks for comment stay with us.